অনেক সময় দেখা যায় একই ফাইলের কপি ভিন্ন ফোল্ডার অথবা ড্রাইভে থাকে। এতে করে হার্ডিস্কের মূল্যবান যায়গা নস্ট হয় অনেক সময় পিসি স্লো হয়ে যায়। আর যাদের হার্ডিস্কে যায়গা কম তাদের জন্য এটি মোটেও সুখকর নয়। ডুপলিকেট ফাইল খুঁজে বের ডিলিট করার জন্য বেশ কিছু ফ্রী সফটওয়্যার রয়েছে। তবে এগুলোর মধ্যে Easy Duplicate Finder যথেস্ট মানসম্মত এবং কার্যকর।

ডুপলিকেট ফাইল খুঁজে পেতে এই সফটওয়্যার বাইনারি সিস্টেমে প্রতিটি বাইট চেক করে। স্ক্যান সেটিংস পরিবর্তন করে আপনি এই সার্চকে আরও কার্যকর করতে পারেন। নির্দিস্ট ফোল্ডার অথবা ড্রাইভে সার্চ করার সুযোগও এতে রয়েছে। এটি ইউনিকোড সাপোর্টেড এবং স্ক্যানের সময় সিস্টেম ফাইলগুলো সহজেই এড়িয়ে যায়।

ডাউনলোড
সূত্রঃইমতিয়াজ মাহমুদ
Read more...