Sunday, May 16, 2010

টিপস

*প্রয়োজনীয় সফটওয়্যার গুলো ভাইরাস আক্রমন থেকে রক্ষা করার জন্য সফটওয়্যারগুলো কমপ্রেস করে রাখুন:
অনেকেই ভাইরাস আক্রমন এর কারনে প্রয়োজনীয় সফটওয়্যার গুলো হারিয়ে ফেলেন।কিন্তু আপনি যদি সফটওয়্যার গুলো কে কমপ্রেস করে রাখেন,তাহলে সফটওয়্যার গুলোকে ভাইরাস আক্রমন থেকে রক্ষা করতে পারেন।এ জন্য WinRar ব্যবহার করুন। WinRar ডাউনলোড করুন http://www.filehippo.com ঠিকানা থেক।সফটওয়্যারটি ইনস্টলেশনের পর, যে ফাইলটি কমপ্রেস করতে চান সে ফাইলটি কে একটি নির্দিষ্ট Folder এ রেখে Folder টিতে মাউস এর পয়েন্টার রেখে মাউসের ডান বাটন ক্লিক করে Add to Folder Name.rar অপশন এ ক্লিক করুন।তাহলে কিছুক্ষন এর মধ্যে আপনার ফাইল টি কমপ্রেস হবে।আপনি যদি আবার কমপ্রেসকৃত ফাইল টি কে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান তবে কমপ্রেসকৃত ফাইল টিতে মাউস এর পয়েন্টার রেখে মাউসের ডান বাটন ক্লিক করে Extract Here অপশন এ ক্লিক করুন।তাহলে আসল ফইলটি পেয়ে যাবেন।
*কিছু শর্ট কমান্ড দিয়ে কম্পিউটারের গতিকে বৃদ্ধি করুন:
আপনি Start Menu এর অধীনস্থ Run Sub-Menu তে কিছু শর্ট কমান্ড দিয়ে অাপনার কম্পিউটারের গতিকে বাড়িয়ে নিতে পারেন।এজন্য-
Start>Run>Recent
Start>Run>%Temp%
Start>Run>Temp
Start>Run>Prefetch
Start>Run>Tree
Start>Run>Chkdsk
ইত্যাদি কমান্ড দিয়ে Enter চাপুন।
তাহলে যে সমস্ত Existing File আসবে সেগুলোকে (Ctrl+A)>(Shift+Delete)>Enter চাপুন।
তবে চিন্হিত ফাইলগুলো Delete হবে না।
সব নিচের দুটি কমান্ডে কোনও Existing File Delete করতে হবে না।এই দুটি কমান্ড স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে।
*মোবাইল ডাউনলোডস ও ভিজিটের জন্য ওয়াপসাইট:
আপনার মোবাইলের জন্য থিমস,গেমস,ওয়ালপেপারস,রিংটোনস ইত্যাদি ডাউনলোডস এর জন্য ভিজিট করুন http://wap.sumirbd.mobi ও http://scan4maal.peperonity.com
এই ওয়াপসাইটগুলো থেকে আপনি স্বল্প খরচে অনেক ডাউনলোড করতে পারবেন।

0 comments:

Post a Comment