আপনি এখন PC তেই মোবাইল গেমস খেলতে পারবেন!!!বিশ্বাস হচ্ছে না?
সত্যি, আপনি এখন PC তেই মোবাইল গেমস খেলতে পারবেন ও সফটওয়্যার চালাতে পারবেন।আর এ জন্য প্রয়োজন Sjboy Emulatorনামক ১.০২ মেগাবাইট এর সফটওয়ারটি।
তবে এজন্যে মোবাইল গেমস গুলো PC তে থাকতে হবে।এই সফটওয়ারটি শুধুমাত্র .jar ফরম্যাট এর গেমস ও সফটওয়্যার সাপোর্ট করে এবং সফটওয়ারটি শুধুমাত্র Windows XP অপারেটিং সিস্টেম এ চলবে।
সফটওয়্যারটির ডাউনলোড করার জন্য [এখানে ক্লিক করুন]
সফটওয়্যারটির ডাউনলোড করে ইনস্টল করুন।ব্যাস হয়ে গেল।এখন যে গেমস/সফটওয়্যার টি চালাতে চান,সেটি তে ক্লিক করে Open With…. Sjboy Emulator সিলেক্ট করুন (Default হিসেবে)।তাহলেই PC তে মোবাইল গেমস ও সফটওয়্যার চলবে।তবে একাধিক মোবাইল গেমস একটি Folder এ না রেখে, একটি গেম একটি Folder এ রাখাই ভাল।তাহলে মোবাইল গেমস PC তে চলতে কোনও সমস্যা হবে না।
Read more...
Wednesday, July 7, 2010
Monday, July 5, 2010
উইন্ডোজএক্সপিতে করোপটেড ফাইল ঠিক করুন
উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম এ সমস্যা হতে পারে বিভিন্ন কারনে। যে কোন ধরনের সমস্যা হলে অনেক সময় বিভিন্ন ধরণের এরর মেসেজ দেখা যায়। সমস্যা গুলো হয় ফাইল করাপ্ট হওয়ার কারনে। ফাইল করাপ্ট হওয়ার বিভিন্ন কারন রয়েছে।এর মধ্যে ভোল্টেজ আপ/ডাউন এর কারণে (যদি ইউপিএস না থাকে) বা লোডশেডিং এর কারনে কিংবা হঠাৎ পিসি বন্ধ হয়ে গেলে, কোন সফটওয়ার ইনসটল/আনইন্সটল করতে গেলে, ভাইরাস সমস্যার কারণে সর্বোপরি পাইরেটেড এক্সপি হলে যে কোন সময় এই সমস্যা দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে সমাধান হিসেবে আমরা সাধারণত নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করে নেই যা মোটামুটি বেশ ঝামেলা এবং সময় সাপেক্ষ। শুধু একটি এক্সপি অপারেটিং সিস্টেম এর ডিস্ক দিয়ে এক্সপির ডিএলএল ফাইল এবং সিস্টেম ফাইল গুলো নতুন করে লোড করা যায় যার ফলে সময় এবং পরিশ্রম দুই বাঁচানো সম্ভব। উইন্ডোজ নতুন ভাবে সেটাপ শুরু করার আগে একবার চেষ্টা করে দেখুন সমাধান হয় কিনা। এর জন্য প্রথমে কম্পিউটারটি স্বাভাবিক ভাবে চালু করুন। স্বাভাবিক ভাবে চালু না হলে F8 চেপে safemood চালু করুন। ডিস্কটি ড্রাইভ এ প্রবেশ করান এবং start থেকে run ওপেন করুন। run এ sfc /scannow এবং enter দিন। এভাবে স্কেনিং চালু হবে যার ফলে উইন্ডোজের সবগুলি ফাইল স্কেন করবে এবং করাপ্টেড ফাইলগুলি অটোমেটিক রিপ্লেস করে দিবে।
Read more...
Read more...
ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই
১৪ সাইজের ইংরেজী Arial ফন্টের তুলনায় ১৪ সাইজের Vrinda ফন্ট দ্বারা লিখিত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ লেখাটির আকার বা আকৃতি খুবই ছোট । ১৪ সাইজের Vrinda ফন্টের তুলনায় ১৪ সাইজের Solaimanlipi ফন্ট দ্বারা লিখিত ঐ একই বাক্য তুলনামূলকভাবে কিছুটা বড় কিন্তু এটি আবার ১৪ সাইজের ইংরেজী Arial ফন্ট দ্বারা লিখিত Aamar Sonar Bangla, Aami Tomay Valobashi লেখাটির আকার বা আকৃতির তুলনায় ছোট।
অতএব Solaimanlipi ফন্টটি অন্য অনেকদিক থেকে গ্রহণযোগ্যতা পেলেও Corresponding Size -এর ইংরেজী ফন্টের তুলনায় আকৃতিতে কিছুটা ছোট হওয়ায় তা Vrinda সমস্যার বিকল্প সমাধান হিসেবে খুব বেশী কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
ইউনিকোড বাংলার ফন্টের এমন দূরাবস্থার সময়েই সবাইকে চমকে দিয়ে যে ফন্টটি আবির্ভূত হয়েছে তার নাম -Siyam Rupali. উপরের ছবিতে ১৪ সাইজের Siyam Rupali ফন্ট দ্বারা লিখিত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’-লেখাটুকু খেয়াল করুন এবং দেখুন যে এর আকার বা আকৃতি ১৪ সাইজের ইংরেজী Arial ফন্ট দ্বারা লিখিত ‘Aamar Sonar Bangla, Aami Tomay Valobashi’-র তুলনায় প্রায় সমান আকারের এবং অন্য দুটি বাংলা ইউনিকোড ফন্ট তথা Vrinda ও Solaimanlipi-র আকৃতির তুলনায়ও যথেষ্ট বড়।
সঙ্গত কারণেই ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যাটির সমাধানের জন্য আমরা বেছে নেবো বাঙালীদের জন্য এক বিরাট আশীর্বাদ রূপে আবির্ভূত ফন্ট Siyam Rupali-কে। তবে Siyam Rupali ফন্টটি আপনার পিসিতে ইন্সটলেশনের পর তা’ ব্যাপকভাবে ব্যবহারের ক্ষেত্রে আপনাকে প্রথমেই নিশ্চিত হতে হবে যে, আপনার ব্যবহৃত ব্রাউজারটির ডিফল্ট ফন্ট হিসাবে আপনি Siyam Rupali-কেই নির্বাচিত বা সিলেক্ট করতে পেরেছেন কি না।
ফেসবুক, বাংলা উইকিপিডিয়া ইত্যাদি ওয়েবসাইটের ওয়েবপেজে কিন্তু নির্দিষ্ট কোন ‘বাংলা ইউনিকোড ফন্ট’ এমবেড করা থাকে না। ফলে ইন্টারনেট ব্রাউজারের ডিফল্ট ইউনিকোড বাংলা ফন্টটিই ঐ পেজসমূহের বাংলা ফন্ট হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে ‘সিয়াম রূপালী’ ফন্টকে আপনি আপনার ব্রাউজারের ডিফল্ট ফন্ট হিসাবে নির্বাচিত বা সিলেক্ট করবেন? উদাহরণস্বরূপ যদি ধরে নেই যে আপনার ব্রাউজার হচ্ছে মাইক্রোসফট এর ইন্টারনেট এক্সপ্লোরার তাহলে তার ডিফল্ট ফন্ট হিসাবে ‘সিয়াম রূপালী’কে নির্বাচনের জন্য নীচের স্টেপগুলো ফলো করুনঃ
(১) আপনার ব্রাউজারে Internet Explorer এর Internet Options-এ যান।
(২) Font Options এর আওতায় Language Script হিসেবে Bengali নির্বাচন করে সেখান থেকে Siyam Rupali ফন্টটি নির্বাচিত করুন।
(৩) এরপর OK করে বেরিয়ে আসুন।
Read more...
Sunday, July 4, 2010
কম্পিউটারের হার্ড ডিস্কের সমস্ত ভাইরাস দূর করূন উবুন্টুর মাধ্যমে:
অনেক সময় কম্পিউটারের হার্ড ডিস্কের সকল ভাইরাস এন্টিভাইরাস দিয়েও দূর হয় না।
এ ক্ষেত্রে করনীয়:
প্রথমে ubuntu live চালু করুন, ubuntu চালু হওয়ার পর হার্ড ডিস্কের প্রতিটি Local Drive এর ভিতরে ঢুকে Recycler,Recycled (যদি থাকে),System & Volume Information,এই Folder তিনটি কে ও অন্যান্য .exe file গুলো Delete করুন।এই ভাবে হার্ড ডিস্কের প্রতিটি Local Drive এর ভিতরে ঢুকে Recycler,Recycled (যদি থাকে),System & Volume Information,এই Folder তিনটি ও অন্যান্য .exe file গুলো কে Delete করুন। প্রতিটি Local Drive এর Folder তিনটি ও অন্যান্য .exe file গুলো Delete হওয়ার পর উবুন্টু Restert দিন। উবুন্টু Restert এর পর CD/DVD ROM হতে উবুন্টু CD বের হওয়ার সাথে সাথে Windows এর CD ঢুকিয়ে দিয়ে Windows Setup দিন।
ব্যাস আপনার কম্পিউটারের হার্ড ডিস্কের সমস্ত ভাইরাস দূর হয়ে গেলো।
Read more...