১৪ সাইজের ইংরেজী Arial ফন্টের তুলনায় ১৪ সাইজের Vrinda ফন্ট দ্বারা লিখিত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ লেখাটির আকার বা আকৃতি খুবই ছোট । ১৪ সাইজের Vrinda ফন্টের তুলনায় ১৪ সাইজের Solaimanlipi ফন্ট দ্বারা লিখিত ঐ একই বাক্য তুলনামূলকভাবে কিছুটা বড় কিন্তু এটি আবার ১৪ সাইজের ইংরেজী Arial ফন্ট দ্বারা লিখিত Aamar Sonar Bangla, Aami Tomay Valobashi লেখাটির আকার বা আকৃতির তুলনায় ছোট।
অতএব Solaimanlipi ফন্টটি অন্য অনেকদিক থেকে গ্রহণযোগ্যতা পেলেও Corresponding Size -এর ইংরেজী ফন্টের তুলনায় আকৃতিতে কিছুটা ছোট হওয়ায় তা Vrinda সমস্যার বিকল্প সমাধান হিসেবে খুব বেশী কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
ইউনিকোড বাংলার ফন্টের এমন দূরাবস্থার সময়েই সবাইকে চমকে দিয়ে যে ফন্টটি আবির্ভূত হয়েছে তার নাম -Siyam Rupali. উপরের ছবিতে ১৪ সাইজের Siyam Rupali ফন্ট দ্বারা লিখিত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’-লেখাটুকু খেয়াল করুন এবং দেখুন যে এর আকার বা আকৃতি ১৪ সাইজের ইংরেজী Arial ফন্ট দ্বারা লিখিত ‘Aamar Sonar Bangla, Aami Tomay Valobashi’-র তুলনায় প্রায় সমান আকারের এবং অন্য দুটি বাংলা ইউনিকোড ফন্ট তথা Vrinda ও Solaimanlipi-র আকৃতির তুলনায়ও যথেষ্ট বড়।
সঙ্গত কারণেই ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যাটির সমাধানের জন্য আমরা বেছে নেবো বাঙালীদের জন্য এক বিরাট আশীর্বাদ রূপে আবির্ভূত ফন্ট Siyam Rupali-কে। তবে Siyam Rupali ফন্টটি আপনার পিসিতে ইন্সটলেশনের পর তা’ ব্যাপকভাবে ব্যবহারের ক্ষেত্রে আপনাকে প্রথমেই নিশ্চিত হতে হবে যে, আপনার ব্যবহৃত ব্রাউজারটির ডিফল্ট ফন্ট হিসাবে আপনি Siyam Rupali-কেই নির্বাচিত বা সিলেক্ট করতে পেরেছেন কি না।
ফেসবুক, বাংলা উইকিপিডিয়া ইত্যাদি ওয়েবসাইটের ওয়েবপেজে কিন্তু নির্দিষ্ট কোন ‘বাংলা ইউনিকোড ফন্ট’ এমবেড করা থাকে না। ফলে ইন্টারনেট ব্রাউজারের ডিফল্ট ইউনিকোড বাংলা ফন্টটিই ঐ পেজসমূহের বাংলা ফন্ট হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে ‘সিয়াম রূপালী’ ফন্টকে আপনি আপনার ব্রাউজারের ডিফল্ট ফন্ট হিসাবে নির্বাচিত বা সিলেক্ট করবেন? উদাহরণস্বরূপ যদি ধরে নেই যে আপনার ব্রাউজার হচ্ছে মাইক্রোসফট এর ইন্টারনেট এক্সপ্লোরার তাহলে তার ডিফল্ট ফন্ট হিসাবে ‘সিয়াম রূপালী’কে নির্বাচনের জন্য নীচের স্টেপগুলো ফলো করুনঃ
(১) আপনার ব্রাউজারে Internet Explorer এর Internet Options-এ যান।
(২) Font Options এর আওতায় Language Script হিসেবে Bengali নির্বাচন করে সেখান থেকে Siyam Rupali ফন্টটি নির্বাচিত করুন।
(৩) এরপর OK করে বেরিয়ে আসুন।
0 comments:
Post a Comment