Wednesday, July 7, 2010

*PC তেই খেলুন মোবাইল গেমস !!!

আপনি এখন PC তেই মোবাইল গেমস খেলতে পারবেন!!!বিশ্বাস হচ্ছে না?
সত্যি, আপনি এখন PC তেই মোবাইল গেমস খেলতে পারবেন ও সফটওয়্যার চালাতে পারবেন।আর এ জন্য প্রয়োজন Sjboy Emulatorনামক ১.০২ মেগাবাইট এর সফটওয়ারটি।
তবে এজন্যে মোবাইল গেমস গুলো PC তে থাকতে হবে।এই সফটওয়ারটি শুধুমাত্র .jar ফরম্যাট এর গেমস ও সফটওয়্যার সাপোর্ট করে এবং সফটওয়ারটি শুধুমাত্র Windows XP অপারেটিং সিস্টেম এ চলবে।
সফটওয়্যারটির ডাউনলোড করার জন্য [এখানে ক্লিক করুন]
সফটওয়্যারটির ডাউনলোড করে ইনস্টল করুন।ব্যাস হয়ে গেল।এখন যে গেমস/সফটওয়্যার টি চালাতে চান,সেটি তে ক্লিক করে Open With…. Sjboy Emulator সিলেক্ট করুন (Default হিসেবে)।তাহলেই PC তে মোবাইল গেমস ও সফটওয়্যার চলবে।তবে একাধিক মোবাইল গেমস একটি Folder এ না রেখে, একটি গেম একটি Folder এ রাখাই ভাল।তাহলে মোবাইল গেমস PC তে চলতে কোনও সমস্যা হবে না।

0 comments:

Post a Comment